চট্টগ্রাম, ১৫ জুন (অনলাইনবার্তা): সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে বুধবার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইফতারের কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।এই ইফতার অনুষ্ঠানে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।