Home / বিনোদন / স্কুলের গণ্ডি না পেরোতেই ছবির নায়িকা পূজা

স্কুলের গণ্ডি না পেরোতেই ছবির নায়িকা পূজা

বিনোদন ডেস্ক :
অবশেষে পূজা চেরির সিনেমার পোস্টারে দেখা গেল। প্রকাশিত হলো ফার্স্ট লুক। শিশু অভিনেত্রী থেকে পোড়ামন-২ ছবির নায়িকা হিসেবে সুযোগ পান। এরপরেই আরেকটি ছবি। ছবির নাম নূরজাহান। কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী প্রথমবারের মতো ছবি প্রযোজনা করছেন। ‘নূরজাহান’ নামের ছবিটি রাজ চক্রবর্তী প্রডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনায় থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

ছবির নায়িকা বাংলাদেশের পূজা চেরির সাথে রয়েছেন কলকাতার নবাগত নায়ক অদ্রিত। আলোচিত মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক ‘নূরজাহান’। ছবিটি ছবিটি পরিচালনা পরিচালনা করছেন রাজের সহকারী অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আব্দুল আজিজ। কাহিনি লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও কলকাতার অভিমন্যু মুখোপাধ্যায়।

এ প্রসঙ্গে পূজা চেরি কালের কণ্ঠকে বলেন, এটা ফুল লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়ের জীবনে কি প্রভাব রাখে কিংবা একটা মেয়ে একটা ছেলের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে।

প্রথম ছবিতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, আমি এক্সাইটেড, প্রথমবার সিনেমার পোস্টারে নিজেকে দেখতে পেয়ে শিহরিত হয়েছে। ভালোলাগাটা বলে বোঝাতে পারবো। তবে মোহে আচ্ছন্ন হয়ে যাইনি। সামনে কাজ বাকি আছে সেটা মনোযোগ দিয়ে করতে চাই।

আগামী ১১ জুলাই ছবিটির বাংলাদেশের অংশে শুটিং শুরু হবে। মানিকগঞ্জ, কক্সবাজার সহ দেশের কয়েকটি স্থানে শুটিং হবে বলে জানা গেছে।
মুক্তা // এসএমএইচ //শুক্রবার, ০৭ জুলাই ২০১৭

x

Check Also

মুক্তি পেয়েছে ট্রেলার

হিন্দি সিনেমার দুনিয়া অপেক্ষা করছে একসঙ্গে অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীর ...