চট্টগ্রাম, ২৬ জুন (অনলাইনবার্তা): স্বর্ণ চোরাচালান মামলায় মো. সেলিম উদ্দিনকে (৩৭) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ জুন) সিনিয়র স্পেশাল জজ মো. শাহেনূরের আদালত এ রায় দেন।
মহানগর পিপি ফখর উদ্দিন জানান, ফটিকছড়ির রোসাংগীরির মৃত সুলতান আহমদের ছেলে সেলিম ২০১৪ সালের ২৪ জানুয়ারি ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দর কাস্টমস তার কাছে ২৪টি সোনার বারে ২ কেজি ৮০০ গ্রাম সোনা পায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা বিএম আবদুল্লাহ আল মাসুম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় সেলিমের বিরুদ্ধে চোরাচালান মামলা দায়ের করেন পতেঙ্গা থানায়। একই বছরের ৪ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ২০১৫ সালের ৯ জুন চার্জ গঠন হয়। আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি সেলিমকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।
তিনি জানান, আসামি সেলিম বর্তমানে হাজতে আছেন।