চট্টগ্রাম, ৯ জুন (অনলাইনবার্তা): গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র গিয়াস উদ্দিন হত্যাকাণ্ডের ২০ বছর পর তিন আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।
জেলার অতিরিক্ত দায়রা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়া বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাপাসিয়া উপজেলার শালদৈ এলাকার আব্দুল হাইয়ের ছেলে আতাউর রহমান আতা, হাসিম উদ্দিনের ছেলে আলম হোসেন ও কফিল উদ্দিনের ছেলে মো. ইউসুফ।
সর্বোচ্চ সাজার পাশাপাশি আসামিদের প্রত্যেককে আদালত ২৮ হাজার টাকা করে জরিমানা করেছে।
আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আতাউর ও আলম কাঠগড়ায় উপস্থিত থাকলেও ইউসুফ পলাতক।
অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি জজ মিয়া ও তার স্ত্রী সমেজা খাতুন বিলকিসকে আদালত খালাস দিয়েছে বলে জানান রবিউল।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর শালদৈ এলাকার আব্দুল বাতেন ব্যাপারীর ছেলে মো. গিয়াস উদ্দিনকে (১৫) ৫০ হাজার টাকা মুক্তিপণের জন্য অপরণের পর হত্যা করা হয়।
পরদিন ছেলেটির বাবা কাপাসিয়া থানায় প্রথমে অপহরণ ও পরে হত্যা মামলা দায়ের করলে আসামি ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক হত্যার তিন মাস পর কাপাসিয়ার মাধুলি বিল থেকে গিয়াসের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করা হয়।
তদন্ত শেষে পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
প্রায় ২০ বছর বিচার চলার পর তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মুত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিলেন বিচারক।