Home / জেলা সংবাদ / হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রাম, ২৯ মে (অনলাইনবার্তা): হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে, যাদের মধ্যে ঢাকার একটি পরিবারের তিন সদস্যও রয়েছেন।

 শেরপুর হাইওয়ে থানার ওসি গোলাম নবী জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে নারীসহ এক পরিবারের তিনজন ও বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অন্য দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ঢাকা শেওড়াপাড়া এলাকার নুপুর ইসলাম (৫৮), তার স্ত্রী রেনু বেগম (৪৬), তাদের ছেলে নিলয় ইসলাম (১৩), প্রতিবেশী সুচি বেগম (২৫) ও মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম (৩৫)।

ওসি গোলাম নবী বলেন, ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নুপুর, তার স্ত্রী ও ছেলে নিহত হয়। আহত হন মাইক্রোবাস চালকসহ আরও চারজন।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। বিকালে মাইক্রো চালকসহ ওই দুজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

x

Check Also

 রাবির ৯ শিক্ষকের থানায় জিডি, সন্ত্রাসী হামলার আশঙ্কা

সন্ত্রাসী হামলার আশঙ্কায় উদ্বিগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ শিক্ষক। এ কারণে রবিবার ...