Home / খেলা / হিগুয়েনের গোলে রেকর্ড-জয় জুভেন্তাসের

হিগুয়েনের গোলে রেকর্ড-জয় জুভেন্তাসের

ক্রীড়া ডেস্ক :

ইতালিয়ান লিগে নিজেদের রেকর্ড স্পর্শ করেছে জুভেন্টাস। শনিবার রাতে গঞ্জালো হিগুয়েনের গোলে রোমাকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে রেকর্ড গড়ার পাশাপাশি পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করলো জুভেন্তাস।

ঘরের মাঠে খেলার ১৪তম মিনিটে ১৮ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন হিগুয়েন। শেষ পর্যন্ত সেই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ইতালিয়ান লিগে ঘরের মাঠে এই নিয়ে টানা রেকর্ড ২৫ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছে জুভেন্টাস। ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৪ সালের নভেম্বরে ঘরের মাঠে টানা ২৫টি ম্যাচ জিতেছিল জুভরা।

ইতালিয়ান সিরি আর ১৭ ম্যাচ শেষে সর্বোচ্চ ৪২ পয়েন্ট নিয়ে টানা ষষ্ঠ শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল জুভেন্তাস। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৩৫।

শনিবার দিনের অপর ম্যাচে ঘরের মাঠে আটালান্টার সঙ্গে গোলশূন্য ড্র করেছে এসি মিলান। ৩৩ পয়েন্ট নিয়ে মিলানের অবস্থান তিনে।

আরডি/ এসএমএইচ/ ১৮ ডিসেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...