Home / টপ নিউজ / ১৪ বিলে রাষ্ট্রপতির সম্মতি

১৪ বিলে রাষ্ট্রপতির সম্মতি

চট্টগ্রাম, ১২ মে (অনলাইনবার্তা): দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে পাস হওয়া ১৪টি বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 বৃহস্পতিবার (১২ মে) বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 রাষ্ট্রপতির সম্মতি জানানোতে বিলগুলো এখন থেকে আইনে পরিণত হলো। এর মধ্য দিয়ে বিলের বিধি-বিধান পালন করা হবে।

স্বাক্ষর করা বিলগুলোর মধ্যে রয়েছে- আর্মি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, ক্যাডেট কলেজ (সংশোধনী) বিল-২০১৬, এয়ার ফোর্স (সংশোধনী) বিল-২০১৬, সিভিল কোর্টস (সংশোধনী) বিল-২০১৬, কোর্ট ফি (সংশোধনী) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, দ্য প্রেসিডেন্টস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, দ্য প্রাইম মিনিস্টার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, স্পিকার-ডেপুটি স্পিকার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, দ্য মিনিস্টার, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, মেম্বরস অব পার্লামেন্টস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...