Home / খেলা / ১৫ বছর বয়সেই অলিম্পিক সোনা

১৫ বছর বয়সেই অলিম্পিক সোনা

ক্রীড়া ডেস্ক :

যে ফুল ফোটাতে হয় যত্ন করে, আলো আর আঁধারের শত আদরে; চিনা তরুণী রেন কুয়ান সেই ফুল ফোটালেন ১৫ বছর বয়সে। শুক্রবার রাতে ১০ মিটার ফ্লাটফর্ম ডাইভিং প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।
রিও গেমসে রেন কুয়ানই সর্বকনিষ্ঠ পদকধারী অ্যাথলেট। তবে অলিম্পিকের ইতিহাসে সর্বকনিষ্ঠ নন।
১৮৯৬ সালে গ্রিসের মিমিট্রিয়স লৌনড্রাস মাত্র ১০ বছর ২১৮ দিন বয়সে জিমনাস্টিকে ব্রোঞ্জ জেতেন।
চিনের আরেক তরুণী আছেন যিনি ১৩ বছর ৩৪৫ দিন বয়সে সোনা জিতেছিলেন। ১৯৯২ সালের অলিম্পিকে ফু মিনজকা ডাইভিংয়ে স্বর্ণ জয়ের নজির গড়েন।
ফু আলোচনায় আসেন ১৯৯০ সালের গুডউইল গেমসে। মাত্র ১১ বছর বয়সে সেবার চ্যাম্পিয়ন হন তিনি। দুই বছর বাদে বার্সেলোনা অলিম্পিকে বিশ্ববাসীর কাছে পরিচিত নাম হয়ে ওঠেন। সেবার ১০ মিটার ফ্লাটফর্ম ডাইভিংয়ে ৪৬১.৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। যিনি দ্বিতীয় হয়েছিলেন তিনি ছিলেন ৫০ পয়েন্ট পেছনে!

 আরডি/ এসএমএইচ // ১৯ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...